মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি: "হাতে হাত রেখে এসো কাজ করি মিলেমিশে সবে দেশটাকে গড়ি" এই শ্লোগান নিয়ে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দিনাজপুরের হিলিতে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম ও দিনাজপুর উদ্যোক্তাবেের্গর সমন্বয়ে নারী উদ্যোক্তা সন্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে শুক্রবার বিকেল ৩টায় হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ কেক কেটে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই নারী উদ্যোক্তা সন্মেলনের শুভ উদ্বোধন করেন। পরে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও দিনাজপুর উদ্যোক্তাবর্গকে ফুল উপহার দিয়ে বরন করে নেওয়া হয়।পরে সেখানে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা নারীরা আর কোন কর্মকান্ডে পিছিয়ে নেই জানিয়ে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ও নিজেকে আত্মনির্ভরশীল করতে বিভিন্ন হাতের কাজসহ ক্ষুদ্র ও কুঠিরশিল্প স্থাপনের মাধ্যমে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ার পরামর্শ দেন।
আলোচনাসভা শেষে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে দিনাজপুর উদ্যোক্তাবর্গকে বিভিন্ন সামগ্রী ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ ও দিনাজপুর উদ্যোক্তাবর্গের পক্ষ থেকে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামকে সবধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।
এতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ন‚র-এ আলম, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরমেয়র জামিল হোসেন, দিনাজপুর উদ্যোক্তাবর্গের পরিচালক ও অঞ্জলি বুটিকসের সত্বাধিকারী সম্পা দাস মৌ, মডারেটর শাকিলা আফরোজ রিপা, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমানা জান্নাত তনু ও সাধারন সম্পাদক রোমেনা আকতার মনি, হাকিমপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের হিলি প্রতিনিধি হালিম আল রাজীসহ অনেকে।
এমআই