নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর সব মানুষের হৃদয়ে প্রেম রয়েছে। সেই প্রেমের রস মানবজীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তরী ও শুভ'র এক অকৃত্রিম ভালোবাসার গল্পে সেই প্রেম রস তুলে ধরা হয়েছে আয়েশার লেখা "অক্ষয় অনুরাগ" উপন্যাসে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।
এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের মনে আনন্দ, বেদনা আর ভালোবাসার সঞ্চার করতে পারবে বলে উল্লেখ করেন উপন্যাসটির লেখক।
আয়েশা বলেন, অক্ষয় অনুরাগ আমার লেখা প্রথম উপন্যাস। গল্পের শেষ পরিণতি চিন্তা করে শুরু হয়েছে উপন্যাসটি। শুরুর পর থেকে উপন্যাস তার নিজস্ব সত্ত্বায় প্রভাবিত হয়েছে। দারুণ এক প্রেম কাহিনী নিয়ে উপন্যাসটি। আমার ধারণা অক্ষয় অনুরাগ পাঠককে পুরোটা সময় ধরে রাখতে সক্ষম।
"অক্ষয় অনুরাগ" উপন্যাসটি অমর একুশে বইমেলা ২০২২ এর পুস্তক প্রকাশনীর ২৮৫ নাম্বার স্টলে পাওয়া যাবে। এছাড়া ঘরে বসে রকমারি ডটকম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।
এমআই