মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি :
তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যর মুল্যবৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১টায় হিলি বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, জনগনের তোয়াক্কা না করে শুধু বিদেশে টাকা পাচারের উদ্দেশ্যেই সকল ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে চলছে সরকার। এতে সাধারন মানুষের তাতে নাভিশ্বাস উঠে গেছে ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে সবকিছুর দাম কিন্তু এনিয়ে এই সরকারের কোন জবাবদিহিতা নেই।
তাই অতিসত্বর এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌরবিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
সময় জার্নাল/ইএইচ