এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে রাতের অন্ধকারে ব্রীজ থেকে নিচু সড়ক মেরামতে কাজ করলেন মেগচামী শান্তি সংঘ। দীর্ঘদিন যাবৎ চলাচল অনুপযোগী ব্রীজের দুই পাশে উচু নিচু থাকায় স্বেচ্ছাশ্রমে মেরামত করে মানবিক চেতনাবোধ ও সামাজিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করেছে মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের অন্যতম সমাজ উন্নয়নমূলক,স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন 'মেগচামী শান্তি সংঘ পরিষদ।
জানা যায়, সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সংস্কার কাজ পরিচালিত হয়।
শান্তি সংঘ পরিষদের তারুণ্যদীপ্ত সদস্যরা নিজেরা কুদাল, ঝুড়ি, বস্তা নিয়ে বালি, ইটে খোয়া, সিমেন্ট বহন করে এলাকার অবহেলিত ব্রিজের দুই পাশে উচু নিচু সংস্কার করেন। সংগঠনটির উদ্যোগে মেগচামী ইউনিয়নের ১, ২,৩, ৪, ৫ নম্বর ওয়ার্ডে) কুরআন শিক্ষা চালু করা হয়েছে।
এ বিষয়ে সংগঠনের অন্যতম সদস্য হাফেজ রাকিবুল ইসলাম জানান, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন এবং মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের সংযোগস্থলে একটি ব্রিজ রয়েছে এটি দীর্ঘদীন যাবৎ ছোট বড় গাড়ী চলাচলে সমস্যা হচ্ছে কারন ব্রিজের দুই পাশে সড়ক থেকে ব্রীজ পাঁচ ছয় ইঞ্চি উচু থাকায় দূর্ঘটনা ঘটতে পারে এজন্য আমাদের এই সংগঠনের ছেলেদেরকে নিয়ে ব্রিজের দুই পাশে বালি, সিমেন্ট ও খোয়া দিয়ে ঢালাই কাজ করেছি। স্বেচ্ছাশ্রমে এ ব্রিজের নিচু জায়গা সংস্কার কাজে অংশ নেন, সংগঠনের সদস্য, শৌখিন শেখ, মজিবুর শেখ, সোহেল মিয়া, সোহান মিয়া, ইনামুল খন্দকার, নাজমুল মৃধা, রবিন শেখ, জাহিদ শেখসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সরেজমিনে শুক্রবার গেলে এলাকাবাসী জানান, আমাদের বৃহত্তর এলাকার ব্রিজের এই সমস্যার ব্যাপারে চেয়ারম্যান ও মেম্বারগণ দীর্ঘদিন যাবৎ কোন ধরনের কার্যকরী পদক্ষেপ নেয়নি। গাড়ী চলাচলে ভোগান্তির অবসানকল্পে মেগচামী স্বেচ্ছাসেবী সংগঠন মেগচামী শান্তি সংঘ পরিষদ’র এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তাঁরা উদ্যোগী যুব সমাজের প্রতি ধন্যবাদ জানান।
সময় জার্নাল/ইএইচ