রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের পৌর এলাকার পুরাতন রেল ষ্টেশন হরিজন পল্লিতে বিয়ে বাড়ীতে নাচ-গান ও আনন্দ উল্লাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
রবিবার(৬ মার্চ) রাত ১০ টার দিকে বরপক্ষ গাইবান্ধা থেকে কুড়িগ্রাম শহরের পুরাতন রেল স্টেশন পাড়া এলাকার সুমন বাস্ফরের মেয়ে অন্তরা রানী বাস্ফরের বিয়ে বাড়িতে আসে। রাতে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে বরপক্ষকে বিদায়ের আনুষ্ঠানিকতা চলছিলো এসময় দুপক্ষের কিছু যুবক মদ খেয়ে নাচ গান করছিলো। আনন্দ অনুষ্ঠানে বরপক্ষের সাথে কনে পক্ষের একজনের গায়ে ধাক্কা লাগলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। সেখানে বরের ছোট ভাই সহ ৩ জন আহত হয়। বিয়ে বাড়ীর লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর কিছুক্ষন পর বিয়ের বাড়ির অদুরে বরপক্ষের কয়েকজন লোক অবস্থান করছিল। এসময় অতর্কিতভাবে এক যুবক এসে ছুড়িকাঘাতে কিশোর রাহুল বাস্ফর(১৮) কে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে পথেই তার মৃত্যু হয়।
নিহত কিশোর রাহুল বাস্ফর গাইবান্ধা সদর উপজেলার কাচারি বাজার এলাকার প্রদিপ বাস্ফরের পুত্র। নিহত কিশোর বরের খালাতো ভাই।
নিহতের বোন মৌরানী বাস্ফর জানান, খাওয়া দাওয়া শেষে আমরা বিদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি এসময় দেখি আমার ছোট ভাই বুক চেপে ধরে দৌড়াচ্ছে। এসময় তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। আমরা হত্যাকারীর বিচার চাই।
এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মো. শাহরিয়ার জানান, লাশের ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এমআই