ইসাহাক আলী, নাটোর: নাটোর ও পাবনার বিভিন্ন স্থানে টানা ৬দিন অভিযান চালিয়ে ১৩টি বাইকসহ আন্তঃজেলা চোর চক্রের দূর্ধর্ষ ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোর গোয়েন্দা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করছে।ে
আজ সোমবার সকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আরিফুজ্জামান নামে একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ৪টি টিম গঠন করে জেলা ব্যাপী অভিযানে নামে পুলিশ। গতকাল জেলার গুরুদাসপুরের নওপাড়া বাজার থেকে আল আমিন হিরা নামে চোর চক্রের এক সদস্যকে মোটর সাইকেলসহ গ্রেফতার করে পুলিশ। হিরা উপজেলার সিধুলি এলাকার আব্দুল মজিদের ছেলে। তার দেয়া তথ্য মতে পাবনার চাটমোহরের হরিপুর মোমিনপাড়ার সাখাওয়াত হোসেন পলাশ ও সিংড়ার রওদিচামারী থেকে নিবারণ চন্দ্র সরকারের ছেলে নির্মল সরকারের বাড়ি থেকে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরো ১০ টি চোরাই মোটর সাইকেলও উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে ৩জন বাইক মালিকের ঠিকানা নিশ্চিত হওয়া গেছে। আদালতের মাধ্যমে উদ্ধার করা বাইক হস্তান্তর করা হবে।
এমআই