এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে । জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। এ ভাষণ এখনো অনুপ্রেরণা জোগায়।
আজ সেই ঐতিহাসিক ৭ই মার্চ দিবস।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৬.৩০ টায় জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন তাদের দলীয় কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৭ টায় শহরের অম্বিকা ময়দানে জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানান ফরিদপুর সদর ৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম ও সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা।
পরে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক অতুল সরকার এর নেতৃত্বে কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান (বিপিএম) এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, সরকারি রাজেন্দ্র কলেজ, বিভিন্ন সরকারি দপ্তর, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এমআই