দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের একমাত্র গেটে কে বা কারা রাতের অন্ধকারে পাথরের খোয়া রেখে গেট বন্ধ করে দিয়েছে। ফলে শিক্ষক, শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করতে এবং বেরহতে চরম দুর্ভোগে পড়েছেন। তাদের বাইসাইকেল, মোটর সাইকেল রাস্তায় রেখে স্কুলের ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এ ব্যাপারে বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, অন্যান্য দিনের মতো আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় (৮মার্চ) স্কুলে আসার সময় গেটে এ অবস্থা দেখে অবাক হই। এভাবে খোয়া রাখার বিষয়টি কোন শিক্ষক কর্মচারীর জানা নেই।
স্কুলের ঘাটলা নির্মানের কাজ চলছে। এই কাজের জন্য এখানে গাড়ির ড্রাইবার, হেলপাররা খোয়া রাখতে পারে বলে তিনি ধারনা করেন। স্কুল কমিটির সভাপতি চিত্তরঞ্জন কির্তনীয়া বলেন, এভাবে স্কুলের গেট বন্ধ করে যারা খোয়া রেখেছে তারা অমানবিক ও অন্যায় কাজ করেছে। খোয়া সরানোর দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।
গেটের কাছের দোকানদার বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, গতকাল সোমবার (৭ মার্চ) গভীর রাত্রে কে বা কারা পাথরের খোয়া রেখেছে আমরা তা বলতে পারছি না। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় মন্ডল, কিশোর বালা, তাকিব শেখ, পপি বিশ্বাস, শর্মি বিশ্বাস জানায়, স্কুলের মধ্য দিয়ে যাতায়তের রাস্তা থাকায় এবং বাড়ির ভিতর স্কুল হওয়ায় বিভিন্ন সময়ে এ রকম নানা ধরনের দুর্ভোগ আমাদের পোহাতে হয়।
সমস্যা সমাধানের জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চাই। স্কুলের ঘাটলা ণির্মানের খোয়া এভাবে রাখা হয়েছে জানতে পেরে কাজের সাথে সংশ্লিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিতীশ রায় তার শ্রমিক দিয়ে দুপুর ১২টার আগেই খোয়া অন্যত্র সরিয়ে স্কুলের গেট পরিস্কার করে দেন।
সময় জার্নাল/ইএইচ