বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সোমবার, মার্চ ৭, ২০২২
দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : 

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে। 

মঙ্গলবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড়মাঠ হয়ে শিশু একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। র‌্যালি শেষে শিশু একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে নারী দিবসের সকল কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

পরে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে  দেশের প্রতিটি আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্মসংস্থান ও ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদাকে নিশ্চিত করেছে। সরকারের বলিষ্ঠ পদক্ষেপ ও নেতৃত্বে নারীর উন্নয়ন আজ দৃশ্যমান। নারীরা আজ অবহেলিত নয়, স্বাবলম্বী। বিগত সরকারের আমলগুলোতে নারীরা নির্যাতিত, নিপীড়িত হয়েছে।শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই নারীরা সকল ক্ষেত্রেই এগিয়ে গেছে। দেশের অর্থনৈতিককে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। যা বিগত কোন সরকারের আমলে হয়নি। 

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচিন চাকমা, দিনাজপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুজন সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, দিনাজপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, এমবিএসকের নির্বাহী প্রধান রাজিয়া সুলতানা, জেলা ভ্যাটেনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা, সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ।

এর আগে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। 

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্র্যাক, এমবিএসকে, সচেতন নাগরিক কমিটি-সনাকসহ স্থানীয় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠন ও নিববন্ধনকৃত সমিতিসমুহের প্রতিনিধি অংশগ্রহণ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ।’ এর আলোকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।’

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল