মো. মাইদুল ইসলাম: সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেছেন, নারীর যেটা অধিকার সেটা যেন পায় সেজন্য পুরুষদের সহযোগিতা করতে হবে।
আন্তর্জাতিক নারী দিবস ও যৌন নিপীড়ন প্রতিরোধে ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ স্লোগানে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত র্যালিতে তিনি এ কথা বলেন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,
আশা করছি তোমরা স্লোগান কাগজে সীমাবদ্ধ রাখবে না, মনেপ্রাণে ও ধারণ করবে। সুধু লেখা পড়া করলে হবেনা, মনটাও উদার করতে হবে, নারীদের অধিকার দিতে হবে।
প্রশাসনে, বিভিন্ন সেক্টরে পুরুষের সংখ্যা বেশি হলেও এখন নারীরাও এগিয়ে আসছে। নারী-পুরুষ যেন কাধেঁ কাঁধ মিলিয়ে চলতে পারে। ছেলেরাও যে আজকের র্যালিতে এগিয়ে এসেছো সে জন্য ধন্যবাদ। নারী দিবসের শুভেচ্ছা।
মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের সামনে থেকে র্যালি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ বরকত মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এস এম আসাদুজ্জামান, সরকারি তিতুমীর কলেজের যৌন হয়রানি ও নিপীড়নরোধে ‘অভিযোগ কমিটি'র আহ্বায়ক মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক গুল ই ফেরদৌস, বিভাগীয় প্রধানগনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমআই