মো. মাইদুল ইসলাম: রং-তুলির ছোয়ায় শিল্পী তার মনের মাধুরি মিশিয়ে গড়ে তুলেছে একেকটি অনিন্দ্য চিত্র। লাল-নীল সহ নানা রঙের মিশলে আকাঁ সব চিত্রকর্ম ঝুলছে দেয়ালে দেয়ালে। যেগুলোতে ফুটে উঠেছে বাংলার চিরাচরিত রূপ সবুজ প্রকৃতি ও সৌন্দর্য। সেই সঙ্গে মানুষের দুঃখ, কষ্টের বাস্তব জীবনের চিত্রও।
মঙ্গলবার (৮ মার্চ) এমন চিত্র চোখে পড়ে সরকারি তিতুমীর কলেজের শিশুদিবা যত্ন কেন্দ্রে।
তুলির রঙে ক্যাম্পাস রাঙাতে গড়ে সংগঠন সরকারি তিতুমীর কলেজ আর্ট ক্লাব দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
এতে ক্লাবের সদস্যদের আকা বিভিন্ন ছবি, ক্রাফট ও ফটোগ্রাফি প্রদর্শন করা হয়।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা লাল ফিতা কেটে প্রদর্শনীর উদ্ভোদন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এএসএম আসাদুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক রতন সিদ্দিকী, আর্ট ক্লাবের উপদেষ্টা বাংলা বিভাগের প্রভাষক সুশান্ত কুমার সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।
প্রদর্শনী সম্পর্কে তিতুমীর কলেজ আর্ট ক্লাবের সভাপতি আবরার মাহী বলেন, আমরা গত দুই বছরে ভালো সাড়া পেয়েছি। কাজ করতে ইচ্ছুক সকলে নিয়মিত যোগাযোগ রাখছে। যারা তিতুমীর কলেজের নবীন শিক্ষার্থী আর্ট ক্লাবে যোগ দিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য বলব তারা যেন আর্টকে ভালোবেসে আসে।
তিতুমীর কলেজ আর্ট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী শ্রাবণ বলেন, আর্ট ক্লাব চালু করার বিষয়টি ২০১৯ সালে প্রথম ভাবতে শুরু করি। সেসময় আমরা কয়েকজন বন্ধু মিলে আর্ট প্র্যাকটিস করতাম। তারপর দেখলাম তিতুমীর কলেজে আর্ট ক্লাব সম্পর্কিত কোন সংগঠন নেই। যদি এমন একটি সংগঠন থাকে তাহলে তিতুমীর কলেজর পরিচিতি আরো বাড়াতে পারব। এই উদ্দেশ্য ২০২০ সালের মার্চ মাসে অধ্যক্ষের অনুমতি নিয়ে আমরা আর্ট ক্লাবের যাত্রা শুরু করি।
সময় জার্নাল/এমআই