অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের উদ্যোগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২২ অনুষ্ঠিত হয়েছে । নবাগত ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে বিভাগটির পক্ষ থেকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১২১ নং কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
পবিত্র ধর্মগ্রন্থ কোর-আন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। অতঃপর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, বিভাগটির প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা কমিটির সভাপতি ও উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, গণিত বিভাগের চেয়ারম্যান ও অনুষ্ঠানটির সভাপতি অধ্যাপক ড. শরিফুল আলম। এছাড়াও উক্ত বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে তোমাদের জিবনের লক্ষ্য স্থির করে পড়াশোনা শুরু করতে হবে। তোমাদের আদর্শ মানুষ হতে হবে এবং পরবর্তীতে নিজেকে দেশ সেবায় নিয়োজিত করতে হবে।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শরিফুল আলম শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে গণিতের বাস্তব প্রয়োগ সম্পর্কে দিকনির্দেশনা দেন।
সময় জার্নাল/ইএইচ