নিজস্ব প্রতিবেদক: বিশ্ব নারী দিবস ২০২২ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য মিসেস সালেহা সাদেক।
উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি‘র প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড.আবুল
হাসান মুহাম্মদ সাদেক। বক্তব্যে তিনি বলেন, আদর্শ নারী হিসেবে আমি আমার মাকে জেনেছি। গ্রামের প্রতিটি মানুষ আমার মাকে গরীবের মা হিসেবে জানতেন। পরিবার থেকেই আমাদের নারীদের যাত্রা শুরু, সেই যাত্রা যেন পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নিয়ে যায় সেই লক্ষ্যেই প্রত্যেককে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মুক্তাশা দিনা চৌধুরী ও আয়েশা আশরাফ। আরো বক্তব্য রাখেন ড. শিরিন আখতার, ডীন, শিক্ষা ও প্রশিক্ষণ অনুষদ, এইউবি , সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সায়েদা আকতার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রিটা আশরাফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ ।
অনুষ্ঠানশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানরে সমাপ্তি ঘটে।
এমআই