এম পলাশ শরীফ বাগেরহাট প্রতিনিধি :
মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মোংলায় তিন যুবক মারা গেছেন। বুধবার (৯ মার্চ) রাত পৌনে ১২ টায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের মৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মটরসাইকেলে থাকা ওই তিন আরোহী।
তারা হলেন, পৌর শহরের মোর্শেদ সড়কের মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২২), আঃ কুদ্দুসের ছেলে মোঃ জাকারিয়া (২০) এবং অপরজন মোঃ সাকিবের বাড়ি মোড়েলগঞ্জ উপজেলায়।
স্থানীয় সুত্র জানায়, চাঁদপাই মাজার থেকে মেলা দেখে আসার পথে মৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান তারা। এসময় সেখানে থাকা স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
তবে হাসপাতালে আনার পথেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক আফসানা নাঈমা হাসান।
মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোস জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মারা যাওয়া ব্যক্তিদের প্রাথমিক সুরতহালের পর তদন্ত সাপেক্ষে পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সময় জার্নাল/ইএইচ