মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও পরে আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তামিম আহমেদ স্বপনকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-১৪। জামালপুর র্যাব-১৪ এর সিপিসি-১, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রস লিডার আশিক উজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
উল্লেখ যে, ওই নোটে ওই ছাত্রী তার সঙ্গে এক তরুণ খারাপ কিছু করেছেন এবং তার মৃত্যুর জন্য ওই তরুণকে বিচার করার কথা বলেছে সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই ছাত্রী মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। গতকাল দুপুরে সে বিদ্যালয় থেকে ফেরে সন্ধ্যায় নিজ ঘরের ধর্নার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ওই ছাত্রী যে সুইসাইড নোট রেখে গেছে, তাতে বলা হয়, স্থানীয় এক তরুণ তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। বৃহস্পতিবার ওই তরুণ তাকে আশ্বাস দেন, যদি সে একবার দেখা করে, তাহলে তার জীবন থেকে তিনি সরে যাবেন। কিন্তু দেখা করতে যাওয়ার পর তার সঙ্গে তরুণটি খুব খারাপ কিছু করেছেন, যা বলার মতো নয়। ওই ছাত্রী লেখে, ‘বাবা ও মা তোমরা ভালো থেকো। আমারে ভুলে যেয়ো, আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত।’ সুইসাইড নোটে ওই ছাত্রী তার মৃত্যুর জন্য ওই তরুণের বিচার করার কথা বলেছে।
আরো একটি সুইসাইড নোট লেখেন, "মা- বাবা ওয়াহার চেয়ারম্যানের ভাতিজা আজকে সারাদিন এক রুমে কাটাইছে। ও আমাকে খুব ডিস্টার করতো। ও আমারে বলছে ওর সাথে দেখা করলে ও আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সাথে খুব খারাপ কিছু করছে বলার মতো না। বাবা-মা তোমরা ভালো তোমরা ভালো থেকো। আর ছেলেটির নাম, তামিম আহমেদ শপন খান।
এমআই