মুহাঃ জিল্লুর রাহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা পৌনে ১১টার সময় কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ- কদমতলা সড়কের গোয়ালপোতা গ্রামের বাবু মেম্বরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ আমিনুর রহমান গাজী (৪১)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়ারগড় গ্রামের মোঃ আব্দুল গফফার গাজীর ছেলে।
নিহতের বোন মিনা খাতুন জানান, তার ভাই আমিনুর রহমান স্থানীয় একটি স’ মিলের কর্মী। শনিবার সকালে সে একটি মোটর সাইকেলের পিছনে বসে কদদতলা বাজারে যাচ্ছিল।
পথিমধ্যে বেলা পৌনে ১১টার দিকে নাজিমগঞ্জ-কদমতলা সড়কের গোয়ালপোতা বাবু মেম্বরের বাড়ির সামনে পৌছালে কালিগঞ্জ গামী একটি খালি ট্রাক (যশোর-ট-১১-৩১৮২) ওই মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে চালক ও তার ভাই মোটর সাইকেলে থেকে রাস্তায় পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তার ভাইকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, পরিবারের কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই আমিনুরের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এমআই