মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী শ্লীলতাহানির অপমান সইতে না পেরে আত্মহত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ মার্চ) সকালে বিদ্যালয় সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বালুআটা এম এ রশীদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সহকারী প্রধান শিক্ষক খালিদ মুহাম্মদ সাইফুল্লাহ।মানববন্ধনে তামিম আহমেদ স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শাস্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোন ধরনের গড়িমসি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।
বক্তারা আরও বিভিন্ন বিদ্যালয়ের সামনে অনেক সময় বখাটেদের উৎপাত লক্ষ করা যায়।বখাটেদের উৎপাত রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল শ্রেনী পেশার মানুষের সোচ্চার থাকার অহব্বান জানানো হয়।
সময় জার্নাল/ইএইচ