তিতুমীর কলেজ প্রতিনিধি: ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাধন' এই প্রতিপাদ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রক্তদাতা সংগঠন বাঁধন তিতুমীর কলেজ ইউনিটের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) ক্যাম্পাসের শহীদ বরকত মিলনায়তনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী উৎসাহী হয়ে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ইসলাম শিক্ষা ও সংস্কৃতি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এএসএম আসাদুজ্জামান। বাঁধনের শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক কামরুন নাহার মায়া ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, আমি ভীষণ আনন্দিত সরকারি তিতুমীর কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করেছে। আমাদের সবার উচিৎ রক্তদানে উৎসাহিত করা। মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করা। মানুষের উপকারে কাজ করা। তিতুমীর কলেজের বাঁধনের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে এই প্রত্যাশা রাখি।
এবিষয়ে বাঁধন সরকারি তিতুমীর কলেজ ইউনিটের জোনাল প্রতিনিধি মঈন সরকার বাপ্পি বলেন, আমাদের কলেজে এমন একটি ফ্রি ব্লাড নির্ণয় ক্যাম্পিং করতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে এধরনের কর্মসূচি আরও করতে চাই। দিনব্যাপী আমরা সাড়ে ৩০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছি।
এ ছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল মোড়ল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।
এমআই