জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর প্রয়াত ভাষা সৈনিক ও ছাত্রলীগের প্রথম সভাপতি দবিরুল ইসলামের শততজন্ম বার্ষীকি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে ঠাকুরগাঁও ছাত্রলীগ।
রোববার সকাল ১১ টায় ছাত্রলীগের ব্যানারে এ র্যালী বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রতক্ষীণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে র্যালি শেষ হয়। সেখানে কেক কেটে প্রয়াত ছাত্রলীগ সভাপতির জন্মদিন পালন করে ছাত্রলীগ। এরপর তার বিদায়ী আত্মার মাগফিরাত করে দোয়া ও দিনটির পালনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন বিরুল ইসলামের ছেলে সাবেক চেয়ারম্যান বুলবুল হোসেন, সাবেক ছাত্র নেতা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুর হোসেন রনি, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন পুলক, সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল বাকি সোহাগ, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রয়াত দবিরুল ইসলাম ছিলেন ছাত্রলীগের প্রথম মশালের নাম। আমরা এ মশাল কখনো নিভতে দেবোনা। বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল সংগ্রামে যেভাবে মানুষের জন্য পাশে ছিল সেভাবেই থাকবো। এসময় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ কখনোই যেন ক্ষুন্ন না হয় সেভাবে চলবো এবং প্রধানমন্ত্রীর শক্তিশালী হাত হয়ে কাজ করবো।
সকল মুক্তিযোদ্ধা, প্রয়াত ছাত্রনেতা সহ লড়াই সংগ্রামে নিহত সকলের আত্মার মাগফিরাত করে ঠাকুরগাঁও ছাত্রলীগ।
সময় জার্নাল/ইএইচ