মো. মাইদুল ইসলাম: তিতুমীর কলেজে পড়ুয়া সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন 'সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণিত বিভাগের শিক্ষার্থী মোঃ রায়হান বাবু সভাপতি ও একই বিভাগের মোঃ নাজমুল হককে (বাধন) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সংগঠনের উপদেষ্টা জসমত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছর মেয়াদে এই কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন হাবিব সারোয়ার ও আশারাফুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল শোভনকে মনোনীত করা হয়েছে।
তিতুমীরস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ রায়হান বাবু বলেন, আমি আশাবাদী সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় সিরাজগঞ্জ জেলা পরিবার হবে একটি সংঘবদ্ধ পরিবার। তিতুমীর কলেজে পড়ুয়া সিরাজগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি, যেকোন যোক্তিক সমস্যার সমাধান ও সহযোগিতার লক্ষ্যে এই ছাত্রকল্যাণের পথচলা শুরু। আমাকে প্রতিষ্ঠা সভাপতি মনোনীত করা হয়েছে। আমি সবসময় যে কোন প্রয়োজনে আমার সর্বোচ্চ চেষ্টা করবো, সংগঠনের উন্নতিতে কাজ করে যাব।
এমআই