এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোড়েলগঞ্জে ৫ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরের দিকে মোড়েলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান।
দন্ডিত ৫ ব্যবসায়ী হলেন জগন্নাথ তালুকদার, ইব্রাহিম হোসেন, এনামুল হক মঞ্জু, নাসির জোমাদ্দার ও সুমন সাহা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় এ ৫ ব্যবসায়ীর প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সময় জার্নাল/ইএইচ