মো. মাইদুল ইসলাম: সরকারি তিতুমীর কলেজ আর্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট এই পরিষদে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের (১৭-১৮ সেশনের) শিক্ষার্থী আহসান সেতু ও সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের (১৮-১৯ সেশনের) শিক্ষার্থী সালিম ইমতিসার রংগন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছর মেয়াদে এই কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ফাতেমা আক্তার। সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন নুশরাত আলম মুক্তি, তথ্য ও প্রচার সম্পাদক অনিন্দ্য সিংহ রায়, অর্থ সম্পাদক আফরোজা সুলতানা তুম্পা।
এছাড়াও টিম লিডার আর্ট তানভীন তামান্না রাফা, টিম লিডার ক্রাফট প্রকৃতি মোদক, সহকারি-টিম লিডার আর্ট খাদিজা আক্তার জ্যোতি, সহকারি টিম লিডার নূরজাহান মুন্নি, মিডিয়া মডারেটর নাইমুর রহমান নয়ন, ক্রিয়েটিভ এডিটর রাহিয়া নূর শ্রাবন্তী ও নাজিফা সাবরিনা, কনটেন্ট রাইটার জেসমিন স্বর্ণা এবং সাধারণ কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছে এস কে হাসান শরীফ।
নতুন সভাপতি আহসান সেতু বলেন, তিতুমীর কলেজ প্রতিষ্ঠার ৫২ বছর পর তিতুমীর কলেজের আর্টিস্টদের এক বন্ধনে আবদ্ধ করার চিন্তা থেকে ২০২০ সালের ৫ মার্চ প্রাতিষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে তিতুমীর আর্ট ক্লাব। প্রথম থেকেই আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক ভাবনা জাগিয়ে, কলেজ ক্যাম্পাসকে রং তুলিতে রাঙিয়ে তোলা। নতুন সভাপতি হিসেবে আমি ক্লাবের সকল মেম্বারদের কাছে প্রত্যাশা রাখবো তাদের প্রতিভার গুনে ক্লাবের মাধ্যমে তিতুমীর কলেজের নাম এবং তিতুমীর আর্ট ক্লাবের সুনাম ছড়িয়ে পড়বে পুরো বাংলাদেশে।
সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে সালিম ইমতিশার রংগন বলেন, যেহেতু তিতুমীর আর্ট ক্লাবের সাথে শুরু থেকেই আছি তাই এটি আমার আবেগের জায়গা। আমার ইচ্ছে ক্লাবের কার্যক্রম সুধু মাত্র ক্যাম্পাসে সীমাবদ্ধ না রেখে অধিভুক্ত সাত কলেজে ছড়িয়ে দেয়া পাশাপাশি তিতুমির আর্ট ক্লাবকে নিয়ে জাতীয় পর্যায়ে কাজ করা।
এমআই