হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে চোরাই ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুরের ফায়ার সার্ভিস রোডে ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম।
নিহতরা হলেন, আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের মফিজুল মিয়া (৩০), একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের আমসু মিয়া (২৮) ও পূর্ব মাধবপুর গ্রামের সামাদ মিয়া (৪৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টায় ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুরের ফায়ার সার্ভিস রোডে একটি ট্রাক ব্যাটারিচালিত একটি রিকশাকে চাপা দেয়। এতে আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুত্বর আহত অবস্থায় আমসু মিয়া ও সামাদ মিয়াকে মাধবপুর হাসপাতালে আনা হয়। তাদেরকে সংকটাপন্ন হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
ওসি মো. মাইনুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে ৯৯৯ থেকে জানানো হয় টাঙ্গাইলের মির্জাপুর থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ২০-০৮৪৬) চুরি হয়েছে। শনিবার সকালে দুর্ঘটনায় কবলিত ট্রাকটির নম্বর প্লেটটিতে ওই নম্বর পাওয়া গেছে। ট্রাকের মালিক মো. মমিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান মির্জাপুরের সান ব্রিক্স ফিল্ড থেকে শুক্রবার রাত ৯টার দিকে চুরি হয়। তিনি স্থানীয় পুলিশকে অবগত করেছেন। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে।
এমআই