মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় দিনাজপুরেও নিম্ন আয়ের মানুষদের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। দিনাজপুর জেলায় ৩ লাখ ৩২ হাজার ৬৫৮ জন নিম্ন আয়ের মানুষের মাঝে মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রয় করা হবে।
প্রথম দিনে ২৭ হাজার ৬৩১ জন মানুষের মাঝে এসব পণ্য বিক্রয় করা হবে। ২০ মার্চ সকাল ১০টায় দিনাজপুর পৌরসসভার ৪নং ওয়ার্ডের অন্তর্গত চেহেলগাজী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এসব তথ্য জানান।
তিনি জানান, টিসিবির পণ্য বিক্রয় করার জন্য জেলায় ২৫ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। ব্যক্তিপ্রতি ২ কেজি চিনি ৫৫ টাকা
কেজি দরে, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা ও সয়াবিন তেল ২ কেজি ১১০ কেজি দরে বিক্রয় করা হবে।
জেলা প্রশাসক আরো জানান, জেলার ১৩টি উপজেলা পর্যায়ে মোট উপকারভোগির সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৬৭৯ জন ও
পৌরসভা পর্যায়ে মোট উপকারভোগির সংখ্যা ২১ হাজার ৪৭৪ জন।
জেলায় গৃহীত কার্যক্রমে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল দায়িত্বশীল ব্যক্তির
সার্বিক কামনা করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
এমআই