সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক :
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় জাহাজটির মাস্টারসহ (চালক) ৯ জনকে আটক করেছে পুলিশ। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাহিদুল আলম।
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনায় ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার কথা জানালেও আটক ব্যক্তিদের নামপরিচয় বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
রোববার বেলা আড়াইটায় এমভি আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। কার্গোর ধাক্কায় লঞ্চটি পানিতে তলিয়ে যায়। যাত্রীদের অনেকে নদীতে ঝাঁপ দেন। এদের মধ্যে বেশকিছু যাত্রী সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হন।
অর্ধশতাধিক যাত্রীবাহী লঞ্চডুবির এই ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের একজন জয়নাল আবেদীন (৫০)। এ ছাড়া অজ্ঞাত আনুমানিক ৩৫ ও ১৯ বছরের দুই নারী এবং ৭ বছরের মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সময় জার্নাল/ইএইচ
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল