শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরের খেয়াঘাট নিয়ে নানা অভিযোগ

সোমবার, মার্চ ২১, ২০২২
ফরিদপুরের খেয়াঘাট নিয়ে নানা অভিযোগ

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:     

ফরিদপুর জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের খেয়া ঘাট নিয়ে নানা অভিযোগ রয়েছে এলাকাবাসীর । গত ১৬ ই মার্চ ২য় পর্যায়ে বাংলা বছর আগামী ১৪৩০ সাল পর্যন্ত কবিরপুর- টেপুরাকান্দি ( সিএন্ডবি ঘাট)  ইঞ্জিনচালিত নৌ ঘাট দরপত্র আহবান করে ফরিদপুরের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। একাধিক ঠিকাদার অংশ গ্রহণ করলেও সর্বোচ্চ দরদাতা হোন ফজল মাঝি। তিনি  ৫ লক্ষ ১০ হাজার টাকায় ঘাটের ইজারা পায় ১ বছরের জন্য।

স্থানীয় অভিযোগের সুত্র ধরে সরেজমিনে ঘুরে দেখা যায় , কবিরপুরের খেয়া ঘাটটি ইতিপূর্বেই চর পরে মরুভুমি হয়ে পড়েছে। চরাঞ্চলের জনগণের এক মাত্র যাতায়াতের মাধ্যম এই ইঞ্জিন চালিত নৌ ঘাটটি ।  

নর্থ চ্যানেল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মোস্তফা ও ঐ এলাকার নুরুল মন্ডল , আলমাস মোল্লা , মো রাসেল জানান, কবিরপুরের খেয়া ঘাটের ইজারা দেওয়ার প্রক্রিয়াটি অবৈধ । যেই ঘাটে বালুর চর পরে মরুভুমি হয়ে গেছে সেখানে কি করে ইজারা দেওয়া হয় আমাদের বোধগম্য নয় ।

এ বিষয়ে নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক কবিরপুরের খেয়া ঘাটটি চর পরেছে এর সত্যতা স্বীকার করে জানান , কবিরপুরের খেয়া ঘাটটি পাশের সত্যজিত এলাকায় হস্তান্তর করা হয়েছে।

 এ বিষয়ে ইজারাদার ফজল মাঝি জানান, কবিরপুর খেয়া ঘাটটি চর পরে বন্ধ হয়ে গেছে সত্যি কিন্তু আমাদের পাশে সত্যজিতপুর এলাকার ঘাটটি ব্যবহার করছি ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সি এ কামাল উদ্দিন জানান , কবিরপুর ঘাটটি চর পরে বন্ধ হয়ে গেছে টেন্ডারের পূর্বে ইজারাদার ও এলাকাবাসী আমাদের অবগত করেন নাই তাই এ বিষয়ে আমাদের জানা নেই ।

এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান , কবিরপুর খেয়া ঘাটটি বালুর  চর পরে এখন ফসলী জমিতে রুপান্তরিত হয়েছে। এই ঘাটটি ইজারা দেওয়ার কতটা  বৈধতা রয়েছে এটা আমাদের প্রশ্ন ?   

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল