ইসাহাক আলী, নাটোরঃ
প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত নাটোরের বাগাতিপাড়া উপজেলা কমপ্লেক্সের হল রুম ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
বিকালে প্রথমে হল রুম পরে প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান আ’লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।
উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬ কোটি ৫২ লাখ টাকায় হল রুমের কাজ এবং ৬ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ৮১ টাকায় প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ সমাপ্ত শেষে উদ্বোধন করা হয়েছে। কাজ করেন মীম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
এমআই