অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে চালু হতে যাচ্ছে চক্রাকার বাস সার্ভিস। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাস দিয়ে এ সার্ভিস পরিচালনা করা হবে।
আজ সোমবার সকালে সময় জার্নালকে এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ।
আব্দুল্লাহ আল মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাসটি দিয়ে দুপুরের দিকে আনুমানিক সময় ১২.৩০ মিনিটে ক্যাম্পাস থেকে সায়দাবাদ, কমলাপুর এসব রুট দিয়ে শাহবাগ হয়ে ক্যাম্পাসে ফিরে আসবে। এভাবে চক্রাকারভাবে চলবে। আবার সন্ধ্যার পর আনুমানিক ৭.৩০ মিনিটে ওই একই রুটে এ বাসটি চলাচল করবে।
পরিবহন প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য এমন একটি প্রস্তাব দিয়েছিলাম। সম্ভবত উপাচার্য স্যার অনুমতি দিয়েও দিয়েছে। কাল পরশুর মধ্যে চালু হয়ে যাবে এ সার্ভিস। অনেক সময় বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের কাজ থাকে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম থাকে। এ সার্ভিস চালু হলে আমাদের শিক্ষার্থীরা সুবিধা পাবে। আবার সন্ধ্যার পর এ সার্ভিসের কারণে সাংস্কৃতিক প্রোগ্রামগুলোর সঙ্গে যেসব শিক্ষার্থী
এমআই