শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করেন। অন্যদিকে উপজেলা হলরুমে চিত্রাঙ্কন, ইসলামী সংগীত ও কোরআন তেলওয়াত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মুক্তি উৎসব মে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আমজাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তাগন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকর্ম নিয়ে আলোচনা করেন।
এমআই