মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘চট্টগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। ২১ মার্চ ( সোমবার) বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনুমোদন পেয়েছেন ১১ তম আর্বতনের শিক্ষার্থী। তারা হলেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ তারেকুল ইসলাম এবং বাংলা বিভাগের মো: আকবর হোসেন। সিনিয়র সহ-সভাপতি পদে অনুমোদন পেয়েছেন লোক প্রশাসন বিভাগের ১১ তম আর্বতনের শিক্ষার্থী খায়রুল বাশার সাকিব। সহ-সভাপতি পদে অনুমোদন পেয়েছেন ১১ তম আর্বতনের শিক্ষার্থী। তারা হলেন, রসায়ন বিভাগের মো: আমিমুল এহসান ও বাংলা বিভাগের মো: এরশাদ হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে অনুমোদন পেয়েছেন ১২তম আর্বতনের শিক্ষার্থী। তারা হলেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মাহমুদুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাদেক হোসেন সোহেল, মোহাম্মদ মিশকাত, লোক প্রশাসন বিভাগের মুহাম্মদ শওকতুর রহমান ও শমসেদ হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে অনুমোদন পেয়েছে ১৩ তম আর্বতনের শিক্ষার্থী। তারা হলেন, রসায়ন বিভাগের মো: দিদারুল আলম ও মো: আবদুল আল লোমান।
উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এমআই