মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি: জাতীয় শ্রদ্ধাচার পুরষ্কারে ভূষিত হলেন দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের জোনাল সেটেলমেন্ট অফিসার শামছুল আজম। কর্মক্ষেত্রে সততার সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে তাকে জাতীয় শ্রদ্ধাচার পুরষ্কার দেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
অধিদপ্তরের আওতায় দেশের জোনাল সেটেলমেন্ট অফিসের ২০টি জোনের প্রধানদের মধ্যে একমাত্র শামছুল আজম জাতীয় শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হয়েছেন। অধিদপ্তরের অফিস আদেশে পুরষ্কার প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২০১৭ সালে শামছুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদে বিভাগীয় শ্রেষ্ঠ ইনোভেষন পুরষ্কার প্রাপ্ত হন এবং ২০১৬ সালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাইবান্ধা জেলায় শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।
হাকিমপুর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার জুলফিকার আলী জানান, শামছুল আজম দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে অফিসার হিসেবে যোগদানের পর থেকেই অনিয়ম দূরীকরণ সহ সততার সহিত কাজ করে আসছেন। সারাদেশের মধ্যে অনলাইনে ১৫.৩২ লক্ষ খতিয়ান এন্ট্রি হয়েছে, এর মধ্যে দিনাজপুর জোনেই এন্ট্রি হয়েছে ১২.৩২ লক্ষ খতিয়ান। এছাড়াও তার কর্মদক্ষতার কারণে অসমাপ্ত জরিপ কাজ দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষে তার অধিনে অফিস বন্ধের দিনেও জরিপ কাজ এগিয়ে নেয়া হচ্ছে।
এমআই