মো. মাইদুল ইসলাম:
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ফুটবল ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এম.কে. হাসান সবুজকে সভাপতি ও আরাফাত হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়।
বুধবার শিক্ষক প্রতিনিধি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মোহাম্মদ আল-নুর, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মোহাম্মদ মাসুুদ উজ জামান এবং কলেজ ছাত্রলীগ সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ সবুজ আহমেদ ও এস এম জাকির হোসেনের স্বাক্ষরে আগামী এক বছরের জন্য এই কমিটির গঠন করা হয়। ক্লাবের কোচ ও প্রধান নির্বাচক সরোয়ার জাহান ও সহকারী কোচ শরিফুল ইসলাম শর্জি।
এছাড়া কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ তারেক গাজী, শামীম হোসেন, সাইফুল ইসলাম ডালিম, মোরশেদ আলম রিংকু, আব্দুল্লাহ আল জিয়াদ, ফজলে রাব্বি, সোহেল রানা, মঈন সরকার বাপ্পি, কুদয় কবির, জোহান আব্দুল্লাহ, বনি আমিন, হিমেল, নবিন হাওলাদার, নাজমুল হোসেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুদ্দিন মানিক মোয়াজ্জেম হোসেন রিয়াদ, মিঠুন চন্দ্র দাস, আশরাফুর রহমান উচ্ছাস, আল-আমিন, আব্দুল্লাহ আল শোভন, মেহরাব হোসেন ইকরাম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, রাতুল হাসান, আজিজুল হক, রাকিবুল হাসান, রবি মন্ডল, কাউছার ইসলাম, প্রচার সম্পাদক থুই চিং প্রো মারমা, উপ-প্রচার সম্পাদক বাপ্পী সরকার, দপ্তর সমপাদক জাহাঙ্গীর আলম সানি, উপ-দপ্তর সম্পাদক নবীন হাওলাদার, ক্রীড়া সম্পাদক আহম্মেদ জয়, উপ-ক্রীড়া সম্পাদক আবরার তানিম, অর্থ সম্পাদক বিল্লাহ, উপ-অর্থ সম্পাদক দেবাশীস রয় সাগর, সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হাসান, উপ-সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম সম্রাট, আপ্যায়ন সম্পাদক রুবেল আহম্মেদ, উপ-আপ্যায়ন সম্পাদক তানভীর, সমাজকল্যান সম্পাদক আনিসুর রহমান, উপ-সমাজকল্যাণ সম্পাদক মং সুইক্য মারমা, সহ-সম্পাদক নিয়াজ মাহমুদ ও তুহিন মোল্লা, মাজেদুর রহমান প্রিন্স, গোলাম কিবরিয়া মোয়াজ, ফয়সাল, সাদিক হোসাইন, প্রান্ত চন্দ্র ধর। এছাড়া সদস্য মুসা মিয়া, এস এম নাহিদ, আমির হামজা, মুসা মিয়া (রাষ্ট্রবিজ্ঞান), প্রান্ত ফয়সাল, ইব্রাহিম খলিল, শরিফুল ইসলাম, আরিফ হাসান তানভীর, রাকিব হােসাইন, রবার্ট ত্রিপুরা, আরমান মিয়া।
সভাপতি এম কে হাসান সবুজ বলেন, আমরা দীর্ঘদিন খেলাধুলা করতে চাই। ক্রীড়ামোদী মানুষকে নিয়ে কাজ করতে চাই। শিক্ষাঙ্গনে মাদক ও অপসংস্কৃতি চিরতরে মুছে দিতে তিতুমীর ফুটবল ক্লাব সর্বদা সচেষ্ট থাকবে।
সাধারণ সম্পাদক আরাফাত হাওলাদার বলেন, ফুটবল খেলার মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটা ভ্রাতৃত্ব কাজ করবে। এতে তাদের শারীরিক সুস্থতার সঙ্গে মনের বিকাশ ঘটবে। তাই আমরা কলেজে ফুটক্লাব গঠন করলাম। আমাদের ক্যাম্পাসের যারা খেলাধুলাকে ভালোবাসে তারা আমাদের পাশে থাকবে বলে আমরা আশা করি।
এমআই