শাবলু শাহাবউদ্দিন, পাবিপ্রবি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেলা ভিত্তিক সংগঠন জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ৩য় কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোঃ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মোঃ হাফিজুর রহমান দায়িত্ব পেয়েছেন।
গতকাল সদ্য সাবেক সভাপতি মোস্তাহিদুর রহমান মুঈদ এবং সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ স্বাক্ষরিত উক্ত কমিটি প্রকাশ করা হয়।
বিগত দায়িত্বের সভাপতি ও সাধারণত সম্পাদক সকলকে ঐক্যবদ্ধভাবে সৌহার্দ্য বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন।
নতুন নেতৃত্বের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পাবিপ্রবির ৩০ একরে আমরা একটা ছোট জামালপুরিয়ান পরিবার। পরিবারের সদস্য হিসেবে আমরা সহযোগিতা ও সম্প্রীতি বজায় রেখে ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করে যেতে চায়। আশা করি সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে তা সম্ভব হবে।
সাধারন সম্পাদক হাফিজুর রহমান বলেন পাবিপ্রবি-তে আমার আবেগ,অনুভূতি এবং অনন্য ভালোবাসার একটা প্ল্যাটফর্মের নাম হলো 'জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি'। আমি ব্যক্তিগতভাবে এই সমিতিকে আমার ২য় পরিবার মনে করি। পরিবারের সদস্যের ন্যায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনগুলোতে এই সমিতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ কামরুল ইসলাম সৈকত , প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালনকারী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এবং সক্রিয় সহায়ক মোঃ লাবলু হাসান নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সামনের দিনগুলোতে সবাইকে আরো সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান।
এমআই