তিতুমীর কলেজ প্রতিনিধি:
গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর অন্তর্গত এ্যাক্টিভিস্টা বাংলাদেশ কর্তৃক আয়োজিত যুব বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড ট্যাকনোলজি (BUFT) কে হারিয়ে সরকারি তিতুমীর কলেজ 'চ্যাম্পিয়ন" হওয়ার গৌরব অর্জন করে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) Action Aid Bangladesh এর হেড অফিস গুলশানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিতুমীর কলেজের পক্ষে তিনজন বিতার্কিক এ প্রতিযোগিতায় অংশ নেয়। তারা হলেন বিরোধী দলীয় নেতা মির্জা রাকিব,উপনেতা লুভনা আক্তার,সাংসদ সাবরিনা আক্তার।
বির্তকের বিষয় ছিল “এই সংসদ, জলবায়ু তহবিল কার্যকরে তরুনদের সম্পৃক্ত করবে”।
এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মাসুদ পারভেজ অভি ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মোঃ জাওয়াদ।
এমআই