২৬শে মার্চের চেতনা
- ইয়াছিন আলী
এলেই ২৬শে মার্চ,
দেখাই দেশপ্রেমিকের ভাব,
ক্যামেরার সামনে ট্রায়াল করি
সাথে রংবেরংয়ের সাজ!
চেতনা ছিল মায়ের জন্য
ছিল দেশের তরে,
নইলে কি আর দামাল ছেলে
অকাতরে মরে?
লক্ষ যুবার দীপ্ত চোখে
ছিল ভালবাসা,
লক্ষী বোনটি নিরাপদ থাকবে
মিটবে মনের আশা ।
কথায় কাজে ভাব জগতে
থাকবো বাধাহীন
তাহার জন্যই বীরবাঙ্গালী
ছিড়েছে পরাধীন ।
পাকসেনাদের গুলির মুখে
বাঙালী করেনি ভয়,
তোমাকে মা স্বাধীন করেছে
এটাই মোদের জয় ।
পাকি দোসর সামস, বদর
তাদের ইশারায়,
তোমাকে মা নগ্ন করেছে
রক্তাক্ত বাংলায় ।
পাকি দোসর আজো আছে
আছে রাজাকার,
সুযোগ পেলেই
আমার বাংলা করবে ছারখার।
ইয়াছিন বলে চেতনা নহে
শুধুই ক্ষণেক তরে,
২৬শে মার্চের চেতনা থাকুক
যুগ-যুগান্তরে।
দেশের তরে উৎস্বর্গিত জীবন
শহীদ তাঁদের কয়,
জান্নাত বাসী করো তাদের
ওহে দয়াময় ।