প্রিয় তৃণলতা,
তোমাকে আবার দেখতে মন চায়।
কোন এক বিষন্ন সময়ে
তোমাকে আবার প্রাণে চাই।
অবেলায় তোমাকে খুব মনে পড়ে।
আচ্ছা তৃণলতা,
আমাকে কী ভুলে গেলে?
তোমার এক চিলতে হাসি
আমাকে কেন দিয়ে গেলে না?
তোমাকে খুব মন থেইকা
কিছু কথা কইবার মন চায় তৃণলতা।
তৃণলতা,
আমার না খুউব করে ইচ্ছে করে
তোমারে আবার একটু দেখি,
তোমাকে দেখার খুব পিপাসা, জানো?
খুব বেলা গড়ালেও
তোমাকে এখন আর
স্পর্শে মেলে না তৃণলতা।
আচ্ছা আবার কবে
আমাদের দেখা হচ্ছে, বলো?
তোমাকে দেইখা প্রাণের তৃঞ্চা মিটাইতে চাই,
তোমার নয়নে নয়ন রাখিয়া
তোমার প্রাণ স্পর্শ করতে চাই, তৃণলতা।
আমার শূন্য অনুভূতি তোমাকে মুঠোভরে দিলে,
তুমি কী পূর্ণ করে দিতে পারবে? বলো। তৃণলতা, বলো।
শূন্য অনুভূতি | জুনাইদ আল হাবিব | ২৭মার্চ, ঢাকা।