তিতুমীর কলেজ প্রতিনিধি:
জমকালো আয়োজনে দিনব্যাপি ৭ম বর্ষপূর্তি উদযাপন করলো শুদ্ধস্বর কবিতা মঞ্চ তিতুমীর কলেজ। নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, মঞ্চ, সাহিত্য, ও সংস্কৃতির নানা শাখার তারকার উপস্থিতিতে পুরো ক্যাম্পাসকে মাতিয়ে রেখেছিল সংগঠনটি।
২৮ মার্চ(সোমবার) সকাল ১০ টায় ক্যাম্পাসের অডিটরিয়াম শহিদ বরকত মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা।
বর্ষপূর্তির এই মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা, উপাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, শিক্ষক পরিষদের উপদেষ্টা অধ্যাপক আসাদুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মহিউদ্দিন খান সমীর, প্রশিক্ষক ও আবৃত্তি শিল্পী মাসকুর এ সাত্তার কল্লোল, সঙ্গীত শিল্পী জাহাঙ্গীর আলম, আবৃত্তি শিল্পী মিসবাহিল হোকার রাবিন, আবৃত্তি শিল্পী পলী পারভিন, আবৃত্তি শিল্পী সালমান আলিফ, কবিতা প্রকাশনীর প্রকাশক মোঃ নাজমুল হায়দার ও আবৃত্তি শিল্পী শ্রাবণী আক্তার।
সংগঠনটির জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা বলেন, “শুদ্ধস্বর কবিতা মঞ্চের ভবিষ্যৎ সাফল্যমন্ডিত হোক, এগিয়ে যাক শুদ্ধস্বর কবিতা মঞ্চ।
উপাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন বলেন, আমি তিতুমীর কলেজের ছাত্র ছিলাম তখন এত সংগঠন ছিল না। শুদ্ধস্বর কবিতা মঞ্চের সদস্যরা যে প্রতিভা আজকের অনুষ্ঠানে দেখিয়েছে তাতে আমি মনে করি এই সংগঠনের সদস্যরা কলেজের সুনাম সর্বত্র ছড়িয়ে দিবে। অনেকে বাঙলা কলেজ থেকে এসেছে, দেখে মুগ্ধ হয়েছি। সরকারি তিতুমীর কলেজ শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে যাবে, এই কামনা করি।
এদিকে শুদ্ধস্বর কবিতা মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিসহ কলেজের অন্যান্য সংগঠনগুলো।
এমআই