মো: ইমদাদা উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন রমজান উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া, জগন্নাথ ও কনকাপৈত ইউনিয়নের ৪২টি গ্রামের হতদরিদ্র ২৬০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন।
এ উপলক্ষে বুধবার সকালে চিওড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন চিওড়া ইউনিয়ন প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আবদুল বারেক মজুমদার ওয়াসিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ রুবেল, মানবাধিকার সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া রাসেল, তামজিদ মজুমদার, কায়সার হোসেন খোকন, ইলিয়াস হোসেন, সহ-প্রচার সম্পাদক তোফাজ্জাল হোসেন রাফু, সিনিয়র সদস্য একেএম মুরাদ, নিজাম উদ্দিন, সদস্য পরিচালনা পরিষদের সদস্য সম্রাট হোসেন সৈকত, সম্রাট হোসেন সৈকত, আব্দুর রহিম হৃদয়, মোঃ জাহিদ, সাকিব হোসেন, মোঃ মনির, মোঃ আতিক, সাইফুল ইসলাম সাগর, মোঃ সাব্বির, সাব্বির আহম্মেদ, আবির মজুঃ, জুবায়ের রাফি, মোঃ রকি, মোঃ জিকু, কাজী জিসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ২০২১-২০২২ অর্থবছরের পরিকল্পনার অংশ হিসেবে সমাজের গরীব ও অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে। আজকে ২তম কর্মসূচির বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে গরীব ও অসহায় মানুষের কল্যাণে আরও কাজ করার ঘোষণা দেন তারা।
পরে দুইটি পিকআপ ভর্তি করে উপহার সামগ্রী হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা। এতে খুশিতে আত্মহারা হয়ে পড়েন গরীব ও অসহায় মানুষ।
এদিকে সুষ্ঠুভাবে হতদরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন চিওড়া ইউনিয়ন প্রবাসী বন্ধু মানবকল্যাণ সংস্থার সভাপতি মোঃ মাঈন উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক কাজী আবদুল খালেক হিরো ও সাংগঠনিক সম্পাদক আরাফাত আবদুল্লাহ কাউসার মাইকেল।
এমআই