সর্বশেষ সংবাদ
মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নববধু শারমিন আক্তার কে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহত শারমিনের পরিবার। হত্যাকারী শারমিনের স্বামি ও তার পরিবারেরর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানবন্ধন করেছে নিহত শারমিনের পরিবার ও তার এলাকাবাসী।
আজ বুধবার বেলা সাড়ে তিনটায় উপজেলার শহীদ মিনারের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে নিহত শারমিনের বাবা মাহাবুর রহমান অভিযোগ করেন, তার জামাতা ইউসুফ আলী বিয়ের পর থেকেই তার মেয়ে শারমিনের উপর যৌতুকের জন্য মারধর সহ শারিরিক নির্যাতন করে আসছিলো। বিয়ের একমাস তিনদিনের মাথায় গত ১৬ মার্চ জামাতা ইউসুফ আলী ও তার পরিবারের লোকজন নববধু শারমিনকে মারধরের পর হত্যা করে লাশ ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।
শারমিনের মা শিউলি আকতার জানান, ঘটনার দিন মেয়ের সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলে ইউসুফ মেয়ের সাথে যোগাযোগ করতে দেয়নি। তিনি দাবি করেন তার মেয়ে শারমিন নির্যাতন করে হত্যা করা হয়েছে। শারমিন যখন মারা যায় তখন তার
শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিলো। অবিলম্বে ইউসুফ ও তার পরিবারের লোকদের আইনের আওতায় আনতে জোর দাবি জানান তারা।
এদিকে ঘোড়াঘাট থানা সুত্রে জানা গেছে, শারমিন নিহতের ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ঘোড়াঘাট থানা অফিসার ইন-চার্জ আবুল হাসান কবির জানান, শারমিনের লাশ ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে।
এমআই
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল