খাদিজা খানম, নোবিপ্রবি প্রতিনিধি:
মুজিব বর্ষ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বাস্তবায়নে সপ্তাহ ব্যাপী অভিযান করছেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ।
আজ (৩১ মার্চ) সেবা সপ্তাহের অংশ বিশেষ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের শেষ হয়। প্রয়োজনে পরবর্তীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নোবিপ্রবি বিএনসিসি'র ক্যাডেটবৃন্দ। এর আগে সেবা সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী,কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর প্রফেসর ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ,নোবিপ্রবি বিএনসিসি প্লাটুনের পিইউও সালাউদ্দিন পাঠানসহ আরো অনেকে। এসময় উপস্থিত বক্তারা ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বিএনসিসিকে উৎসাহ ও পরিচ্ছন্নতার গুরুত্বের ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন।
নোবিপ্রবি বিএনসিসি ক্যাডেট আন্ডার অফিসার মোঃ নুরুল আবছার বলেন, সেবা সপ্তাহ কর্মসূচির মধ্যে অন্যতম একটা কর্মসূচি হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। নোবিপ্রবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা অতীতের ন্যায় এইবারও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সুন্দরভাবে করে যাচ্ছে এবং ক্যাম্পাসের যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে ডাস্টবিন বা নিদিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
নোবিপ্রবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেটদের এইসব সেবা মূলক কাজ যা ইতিমধ্যে সবার প্রসংশা কুড়াচ্ছে। এইসব প্রশংসা ক্যাডেটদেরকে দেশ ও জাতির জন্য আরো বেশি বেশি করে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।
এমআই