নির্বাসিত সময়
এ পথে না আসুক চোখের ভাষা
পথিকের রবে না আশা ভরসা।
নিয়তির নিরাময় খেলা
আজ আর খবর আনে না কোনো বেলা।
ছিলো না অর্থ কড়ি
কেবল ছিলো আদরের বুড়ি।
অভিযোগ ছিলো তার হাজার কুড়ি
প্রকৃতি সেধেছে জবার তুড়ি!
চিরকুট শব্দের ভাজ দেখছে রোজ
বোকা মন নিচ্ছে কেন খোঁজ
বোবা সময়ের নির্বাসন শেষে
চোখের ভাষা তোমাকেই ভালোবেসে।
ছায়াতলে আবার যাবে ফেরারি মন
চেনা কন্ঠ শুনাবে পুরোনো টেলিফোন
ভিজে যাবে শহরের পথ ঘাট
আবার বসবে ভেবে প্রেমিকার হাট।
এ পথে না আসুক চোখের ভাষা
পথিকের রবে না আশা ভরসা।
নিয়তির নিরাময় খেলা
আজ আর খবর আনে না কোনো বেলা।
ছিলো না অর্থ কড়ি
কেবল ছিলো আদরের বুড়ি।
অভিযোগ ছিলো তার হাজার কুড়ি
প্রকৃতি সেধেছে জবার তুড়ি!
চিরকুট শব্দের ভাজ দেখছে রোজ
বোকা মন নিচ্ছে কেন খোঁজ
বোবা সময়ের নির্বাসন শেষে
চোখের ভাষা তোমাকেই ভালোবেসে।
ছায়াতলে আবার যাবে ফেরারি মন
চেনা কন্ঠ শুনাবে পুরোনো টেলিফোন
ভিজে যাবে শহরের পথ ঘাট
আবার বসবে ভেবে প্রেমিকার হাট।
ছিলো না অর্থ কড়ি
কেবল ছিলো আদরের বুড়ি
অভিযোগ ছিলো তার হাজার কুড়ি