নোমান ইমতিয়াজ, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে নবীব বরণ, বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়য়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনের আমতলা চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় অর্থনীতি সমিতি।
বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক মাহমুদ হোসেন রিয়াজী। এছাড়াও বিভাগের শিক্ষক অধ্যাপক আবদুর রশিদ সরকার, অধ্যাপক ফরিদ উদ্দিন খান, সহযোগী অধ্যাপক কামারুল্লাহ বিন তারিক ইসলাম, সহকারী অধ্যাপক রাবেয় বাসরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের বিদায়ী শিক্ষার্থী কানিজ আহমেদ রকেট ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রকৃতি নওরিন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যাক্ত করেন। এছাড়াও বিভাগের শিক্ষকরা সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক কথা বলেন। সবশেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সেখানে বিভাগের শিক্ষার্থীদের গান, কবিতা, নাচ ও অভিনয়ের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
এমআই