সময় জার্নাল ডেস্ক:
আজারবাইজানের রাজধানী বাকুতে রোববার ভোরে একটি নাইট ক্লাবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের পর নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে।
এছাড়াও, বহু মানুষ দগ্ধ হয়েছেন। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। খবর স্পুটনিকের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাকুর ওই নাইটক্লাবে বিস্ফোরণের পর আটকে পড়া লোকজন আর্তচিৎকার করছেন।
ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা ছুটে গেছেন। লোকেশনবাকু নামে ওই নাইটক্লাবটিতে এখনও উদ্ধার অভিযান চলছে।
দুই সপ্তাহ আগে গত ১৮ মার্চ নাইটক্লাবটি চালু হয়। এরই মধ্যে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটল।