মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন এলাকায় কুড়িগ্রাম গামী কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (৫মার্চ) ভোর চারটা ৪৫ মিনিটে রেল স্টেশনের প্লাটফর্মের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর ( বেপারী পাড়া) গ্রামের মৃত মোফাজ্জল হোসেন (মাখা ওয়ালা) স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর রেলওয়ে স্টেশন মাষ্টার রফিক চৌধুরী জানান, আজ ভোর চারটা ৪৫মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনটি ২ নম্বর রেল লাইন দিয়ে বিরামপুর রেলস্টেশন অতিক্রম করছিল। এসময় মাজেদা বেগম নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা প্লাটফর্মের সামনে ২ নম্বর রেল লাইনের পাশে ঘোরাফেরা করছিল। কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনটি ২ নম্বর রেল লাইন দিয়ে বিরামপুর রেলস্টেশন অতিক্রম করার সময় ওই ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে। মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মাজেদার ছেলে শরিফুল ইসলাম জানায়, বেশ কয়েক মাস থেকে মাজেদা বেগম পেটের পিড়াই ভুগছিলেন। গত কয়েক দিন আগে বাড়ির কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোঁজা খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালেএকব্যক্তির খবর দিলে ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করা হয়।
হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইকোবাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে বৃদ্ধা মাজেদা বেগম নামের লাশ উদ্ধার উদ্ধার করা হয়। কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময় জার্নাল/এলআর