মো. কাওছার আলী , ডিআইইউ:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ)- এর ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। মহামান্য রাষ্ট্রপতি ও ডিআইইউ'র চ্যান্সেলর আবদুল হামিদের সম্মতিক্রমে ভার্চুয়ালি অংশগ্রহণ করে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি সমাবর্তনের সভাপতিত্ব করেন ।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।
সমাবর্তনে বক্তব্য প্রদান করেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য অধ্যাপক ড.সাইফুল ইসলাম ও উপ-উপচার্য ড.গনেশ চন্দ্র সাহা সহ প্রমুখ।
সমাবর্তন অনুষ্ঠানে ৮ অনুষদের মোট ৩৭৪৪ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়।
এ বছর সমাবর্তনে ৩ জনকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড ,১০ জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ১২ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সমাবর্তন অনুষ্ঠানে ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা,শিক্ষকমন্ডলী, গ্র্যাজুয়েটরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআই