এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলার রাজাপুর গ্রাম থেকে বুধবার (৬ এপ্রিল) দুপুরে একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। ভিটিআরটি ও সিপিজি সদস্যদের নিয়ে গ্রামবাসীর সহায়তায় হরিণটি ধরে আবার বনে ফিরিয়ে দেন বনরক্ষীরা। সুন্দরবন থেকে ভোলা নদী সাঁতরে দুটি হরিণ লোকালয়ে এসেছে। গ্রামবাসীর তাড়া খেয়ে একটি আগেই বনে ফিরে যায় বলে বনবিভাগ জানিয়েছে।
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুছ সবুর জানান, দুপুর ১২টার দিকে দুটি হরিণ ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির সামনের ভোলা নদী সাঁতরে এপার চলে আসে। এসময় স্থানীয়রা দেখে ধাওয়া করে তাদের। এতে বড় হরিণটি আবার নদীতে লাফিয়ে পড়ে বনে চলে যায়। কিন্তু ছোট (বাচ্চা) হরিণটি গ্রামের দিকে দৌড়ে চলে আসে।
এসও আব্দুছ সবুর জানান, তাড়া খেয়ে প্রায় তিন কিলোমিটার দৌড়ে হরিণটি রাজাপুর বাজারের কাছে চলে যায়। পরে বনরক্ষীরা কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে হরিণটি ধরে ধানসাগর স্টেশন অফিসের কাছের বনে ছেড়ে দেয়া হয়। স্ত্রী হরিণটির বয়স আনুমানিক দুই বছর হবে।
সময় জার্নাল/এলআর