মো: ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মোঃ রোকন (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার রোকন উপজেলার কুলিয়া ইউনিয়নের সাধীবাড়ি উত্তরপাড়া গ্রামের মক্কুর ছেলে।
মামলা সূত্রে গেছে, আটক রোকন মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের সাধীবাড়ি গ্রামের এক গৃহবধূকে (২৮) দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। অভিযুক্ত রোকন ১৪ই মার্চ রাতে ওই নারীকে মোবাইল ফোনে দেখা করতে বলে। রাত নয়টার দিকে দেখা করতে গেলে জোড়পূর্বক ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে লালমহনকে হাতেনাতে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে পারিবারিকভাবে কয়েকবার মীমাংসার চেষ্টা করেও মীমাংসা না হলে গতকাল বিকেলে থানায় অভিযোগ করেন। অভিযুক্ত রোকন ওই নারীর প্রতিবেশী দেবর।
পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা অভিযুক্তকে থানা পুলিশে সোর্পদ করে। এদিন দুপুরে নির্যাতিত ওই নারী বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে লালমহনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে দুপুরে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি রোকনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। অন্য আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। আজ বিকেলে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ওই নারীর ডাক্তারি পরিক্ষার জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআই