ইসাহাক আলী, নাটোর:
নাটোরে বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে পানি দিবসের গুরুত্ব ও করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বেসরকারী সংগঠন কসমসের আয়োজনে সকালে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতন আহমেদ এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ , সাবেক অধ্যক্ষ আদ্দুর রাজ্জাক ও প্রফেসর অলোক মৈত্র, সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়, সাংবাদিক ফারাজী রফিক বাবন, মাহবুব হোসেন , ইসাহাক আলী ও মোস্তাফিজুর রহমান , ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, বিশিষ্ট আইনজীবি খগেন্দ্র নাথ রায় ও কসমসের নির্বাহী পরিচালক মেহনাজ মালাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
এ সময় বক্তারা বলেন, পানির অপচর রোধের পাশাপাশি পানির স্তর স্বাভাকিত রাখতে নদী ও খালের পানি প্রবাহ স্বাভাবিক করতে হবে । এর জন্য এসব আগে দখলমুক্ত ও পুন খননেন প্রয়োজন। তাছাড়া ভূগর্ভস্ত্য পানির চাপ কমানো যাবে না।
এমআই