অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
বাংলা পঞ্জিকায় শেষ দিন ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে 'জ্বালো জ্ঞানের মশাল, ভাঙো আঁধার' প্রতিপাদ্যকে সামনে রেখে 'উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ''র আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নানা আয়োজনে উদযাপিত হয়েছে দিনটি।
বুধবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শান্ত্ব চত্ত্বরে সকাল ১০ টা ৩০ মিনিটে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, 'আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে সারাবছর বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকুক। এসব কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত থাকবে।'
তিনি পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় বের করে শিক্ষার্থী ও আয়োজক সংগঠনগুলো এসব আয়োজন করায় তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এমআই