মো: মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বিজয় সাহা (১৬) নামে একজন খুন হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে পৌর শহরের জমিদার বাড়ির সামনের মাঠে দুই গ্রুপের এই সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত বিজয় সাহা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দড়ি চারানী বাজার এলাকার লিটন সাহার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যায়লের ১০ম শ্রেণির ছাত্র।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ শুক্রবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর মোটরসাইকেল চালানোর সময় আবির ও মিম নামে কিশোরের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় বিজয় সাহার। এরই জের ধরে রাত ১১টার দিকে পৌর শহরের জমিদার বাড়ির সামনের মাঠে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বিজয় সাহা ও আবিরসহ ৪ জন আহত হয়।
গুরুতর আহত বিজয় সাহা ও আবিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টার দিকে বিজয় সাহা মারা যায়। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
ওসি আরও জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি জানান।
সময় জার্নাল/এমআই